Saturday, May 7, 2022

পিয়্যতর চায়কভস্কির সোয়ান লেক ও ১৮১২ ওভার্চার - তমাল বোস

সে অনেক আগের কথা

৭ই মার্চ ১৮২৪,  মারা যাওয়ার তিন বছর আগে ল্যুদভিগ ফন বেটোফেনের নবম সিম্ফনি আমজনতার জন্য বেজে উঠলো অস্ট্রিয়ার ভিয়েনায়। ৭মার্চেই ৭ বছরের ব্যাবধানে জন্মালেই দুই দিকপাল সংগীত রচয়িতা।

লুদভ্যিগ ফন বেটোফেন ও পিয়্যতর চায়কভস্কি


১৬ বছর পর সেই বাজনার রেশ কী পৌঁছেছিলো রুশ দেশের উদমুর্শিয়া অঞ্চলের ভৎকিনসক নামক ছোট্ট শহরে! 

তাঁর সম্পর্কে বলতে গিয়ে  এক চিঠিতে চেখভ লিখেছিলেন – “আমি পিয়্যতর চায়কভস্কির বাড়ি দিবারাত্র পাহারা দিতে পারি, এতটাই আমি তাকে শ্রদ্ধা করি।
   চায়কভকস্কি প্রসংগে চেখভ

১৮৪০ সনে ভৎকিনসক শহরে জন্মানো 
চায়কভস্কি তাঁর কৈশোরে পুরোপুরি ঝুঁকে ছিলেন মোৎসার্টের দিকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি বেটোফেনে সরে আসেন। বেটোফেন প্রসংগে তিনি বলেন 'লিওনোরে ওভার্চার নং৩ এর মত বিশাল ব্যাপ্তির সিম্ফনিক ম্যুজিক হয়ত আর লেখা হবেনা।' মিকেলেঞ্জেলোর কাজের বিশালত্বের সাথে তিনি বেটোফেনের তুলনা করতেন। 

যেটা বলার, ৭টি সিম্ফনি, ১১টি অপেরা, ৩টি ব্যালে, ৫টি সুইট, ৩টি পিয়ানো কনচের্তো, ১টি ভায়োলিন কনচের্তো, ১১টি ওভার্চার, ৪টি কান্তাতা, ২০টি কোরাল সংগীত, ৩টি স্ট্রিং কোয়ার্টেট, ১টি স্ট্রিং সেক্সটেট এবং ১০০রও বেশি গান ও পিয়ানোবাদন-যন্ত্রসংগীতের মধ্যে সবথেকে জনপ্রিয় ' সোয়ান লেক'... পৃথিবীর উৎকৃষ্টতম ব্যালে যাতে আরো বেশী প্রাণ ঢেলে, আরো জনপ্রিয় করেছে 'বলশয় ব্যালে'। দ্য নাটক্রাকার বা দ্য স্লিপিং বিউটিও প্রসিদ্ধ তবে এতটা জনপ্রিয় নয়।

চায়কভস্কি ও বলশয় ব্যালে প্রনীত সোয়ান লেক

আলো -অন্ধকারের রেষারেষি নিয়ে ১৮৭৫ সালে তিনি রচনা করেন সুরেলা রূপকথা ‘সোয়ান লেক’৷ ১৮৭৭ সালে একে প্রথম মঞ্চে নিয়ে আসে রুশ দেশের বলশয় ব্যালে৷ 

এক যুবরাজ সিগফ্রিদ ও ওদেতের গল্প। মায়ের ইচ্ছা ছেলে এবারে বিয়ে করে ফেলুক। যুবরাজ শুনলেন ঐ দূরে যে রাজহাঁসেদের হ্রদ! সেখানে শয়তান যাদুকর রথবার্ত সব মেয়েদের রাজহাঁস বানিয়ে রেখেছে। তারা দিনে রাজহাঁস আর রাতে নারী। রাজকুমার সেই লেকের উদ্দেশে রওনা হলেন৷ লেকে পৌঁছে দেখলেন সেখানে অনেক রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে৷ একটির দিকে তির -ধনুক তাক করতেইসেটি রূপান্তরিত হল এক পরমাসুন্দরী কন্যায়৷ তাকে দেখা মাত্র রাজকুমার প্রেমে পড়লেন৷ কন্যা জানাল, তার নাম ওদেত৷ কোনও পুরুষ যদি ওদেতকে চিরকালীন প্রেমের প্রতিশ্রুতি দেয় তবেই সে ও তার সখিরা শাপমুক্ত হবে৷ অনেক ঘাত-প্রতিঘাতের পর, রাজকুমার সিগফ্রিড রথবার্টকে পরাজিত করেন৷ ওদেত ও তাঁর সখিরা ফিরে পান মানবজমিন৷ সিগফ্রিড ও ওদেতের শুভ পরিণয় দিয়ে গল্প শেষ৷ 

তো সেই মহান রুশ সংগীত রচয়িতা পিয়্যতর ইলিচ চায়কভস্কি আজ ১৮১তে।

নিকোলাই দিমিত্রিয়েভিচ কুঝনেৎসভের তুলিতে চায়কভকস্কি

তবে সোয়ান লেক নয়, আজ অন্য একটা জিনিস শোনাতে চাই। ঐ ১১টি ওভার্চারের মধ্যে যেটি জেমস ম্যাকতেগু তার ভি ফর ভেনদেত্তা ছবিতে ব্যবহার করেছেন সেই ১৮১২ নং ওভার্চারটি৷ এটি নিয়ে বিষদে আমরা পরে লিখবো৷ নাপোলিয়ঁ বোনাপার্টের রুশিয়া আক্রমন কে রুখে দেওয়ার কাহিনী যেখানে 'লা মার্সাই'ও রয়েছে। চায়কভস্কির সময়কার রুশ জাতীয় সংগীত 'গড সেভ দ্য ৎসার' রয়েছে এবং আরো কিছু এনালিসিস৷ সে সব অন্যদিন। আজ কেবল শুনুন আর বেটোফেনের নবম সিম্ফনির খোঁজ করুন এর মধ্যে। 
https://youtu.be/KYyK6UjWQTU

★পড়ার জন্য ধন্যবাদ। কোনোও কপিরাইট নেই, যে কেউ লেখকের নামোল্লেখ করে বা না করেও ব্যবহার করতে পারেন। 

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home