Wednesday, July 19, 2023

টেরিজ থীম - চার্লস চ্যাপলিন


১৯৫২ সনে চার্লি চ্যাপলিনের লাইমলাইট সিনেমার থিম ম্যুজিক যেটা, টেরিজ থিম- লিখেছিলেন চার্লি নিজেই। ভীষন জনপ্রিয়তা পায়। ২০ বছর পর এটি বেস্ট অরিজিনাল  ড্রামাটিক স্কোরের জন্য আকাডেমী পুরষ্কার পায় ( চ্যাপলিনের একমাত্র প্রতিযোগীতা মূলক অস্কার)। চ্যাপলিন ও তার দুই সহযোগী রেমন্ড র‍্যাশ এবং ল্যারী রাসেল ( রাসেল গার্সিয়া)। 
https://youtu.be/ahJXB4MlAFo

 পরবর্তী কালে এই টিউনের উপর বেস করে একটি লিরিক সমৃদ্ধ সংগীত সোজা বাংলায় গান রচনা হয়, যার শীর্ষনাম 'ইটারনালি' লিরিক লিখেছিলেন 'জিওফ পারসন্স ও জন টার্নার'... 

প্রাথমিক ভাবে গানটি রেকর্ড করেন ১৯৫৩ তে জিমি ইয়ং ( ইউ কে) 
https://youtu.be/LpghxdvU374
ও ভিক ডামোনে( ইউ এস)। 
https://youtu.be/fBN1xr8367A
পরে আরো রথী মহারথীরা যেমন বিং ক্রসবি, রজার হুইটেকার, এংগেলবার্ট, সলিল চৌধুরী...

সলিল চৌধুরী? কী ব্যাপার? ব্যাপার হচ্ছে ১৯৬১ তে ডিডি কাশ্যপের পরিচালনায় দেব আনন্দ অভিনীত মায়া ছবিতে ঐ ম্যুজিক ব্যবহার করে রফি সাহেবকে দিয়ে গান করান সলিল চৌধুরী, গানটি ছিল ' জিন্দেগী হ্যায় ক্যা, সুন মেরী জান' গানটি লিখেছিলেন মজরু সুলতানপুরী। 
https://youtu.be/YvK4JVLWCWk
সলিল বাংলাতেও এটি করেন
https://youtu.be/AZrcHgS_37s

তার আগেই ১৯৫৯ নাগাদ গুরু দত্ত তার বন্ধ করে দেওয়া ছবি, 'রাজ'এর জন্য আর ডি বর্মন'কে দিয়ে রেকর্ড করান। পরে আর ডি সেই সুর কিছুটা বদলে ১৯৭২এ বম্বে টু গোয়া ছবিতে কিশোর-লতা ডুয়েটে আনেন ' তুম মেরী জিন্দেগীমে' এই গান ছবি থেকে বাদ পরে যায়। 
https://youtu.be/PN0rH8dLn28

আবার এই সুর আরেকটু পালটে ১৯৭৭এ মুক্তি ছবিতে ('ম্যায়জো চলা পী কর')
https://youtu.be/FjkqVKEzPFw
 ও১৯৯১এর বাংলা ছবি দেবতা'য় (কী করে জানলে তুমি) শোনালেন।
https://youtu.be/pTc_LC4ny1U

১৯৯৩ তে মহেশ ভাটের ফিল্ম গুনাহ'তে একই ম্যুজিক ব্যবহার করলেন রাজেশ রোশান, ইয়ে রাত ইয়ে তানিহাইয়া... 
https://youtu.be/YSQMQy-IRS0

কদিন আগেই কোনো একটা বিজ্ঞাপনে শুনলাম সেই সংগীত আবার.. ১৯৫২-২০২৩ চার্লি চলছেনই।

ঋণ - 

Ashish Rajadhyaksha; Paul Willemen;  Encyclopedia of Indian Cinema. Routledge. 

R. D. Burman: The Man The Music - Anirudha Bhattacharjee and Balaji Vittal. Harper Collins

Vance, Jeffrey. Chaplin: Genius of the Cinema. New York: Harry N. Abrams

#roadsidepicnic

লেখার কোনোও কপিরাইট নেই, লেখকের নাম সহ বা নাম ব্যাতিরেক যে কেহই ইহা অবাণিজ্যিক ডিজিটাল মাধ্যমে ব্যবহার করিতে পারেন।